বিভাগীয় গণগ্রন্থাগারে সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক সভা
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:৪৫:০০ অপরাহ্ন
সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে গণগ্রন্থাগার মিলনায়তনে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দিলীপ কুমার সাহার সভাপতিত্বে ও গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারি পরিচালক খন্দকার আসিফ মাহতাবের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মনীষ চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. নূরের জামান চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারি পরিচালক ফাতেমা খাতুন। অভিমত বক্তব্য করে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি, পাঠক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি