গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৪, ৮:৪৬:৫৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে পূর্ববিরোধের নিষ্পত্তিকালে বিচারে দু’পক্ষের সংঘর্ষ আহত হয়েছেন ১০ জন। এরমধ্যে আহত দু’জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার আলীরগ্রামে উভয়পক্ষের পূর্ব বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে শনিবার আলীর গ্রাম উত্তর মসজিদে বিচার চলছিল। দুপুরে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ১০ আহত হন।
আহতরা হলেন, গোলজার, ইউনুস, আব্দুর রব, এবাদুর, রফিক আহমদ, জাকারিয়া, ইলিয়াস জাহেদ, সজিব। এদের মধ্যে ইলিয়াস ও আরেকজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।