বিশ্বনাথে ব্র্যাকের অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৬:৪২:১৭ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে রোববার উপজেলা অডিটরিয়ামে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ-লেড বিজনেস ব্র্যাকের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের বিভাগীয় ব্যবস্থাপক শেখ আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের পরিচালনায় বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহিনুজামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক সুহেল চাকমা, ব্র্যাক সিলেট অঞ্চলের এসোসিয়েট কর্মকর্তা অলি রানী দাশ। সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন রিমা বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা মন্ডল, ব্যুরো ব্যবস্থাপক মনজুরুল ইসলাম।