জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে: তথ্য কমিশন সচিব
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৮:৪৯:০৯ অপরাহ্ন
বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মো. আরিফ বলেছেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণের কাছে সঠিক ধারনা দিতে হবে। তথ্য সম্পর্কে যে কোনো নাগরিক তথ্য চাইতে পারে। তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিবিধান সম্পর্কে জানা সকল নাগরিকের দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনের মাধ্যমে যে কোনো নাগরিক সরকারি যে কোনো দপ্তরে তথ্য অধিকার আইনে তথ্য চাইতে পারে। সেই তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অত্র সরকারি প্রতিষ্ঠান দিতে বাধ্য। তবে যে তথ্যের কারণে রাষ্ট্র বা বিদেশি রাষ্ট্রের ক্ষতি হবে এমন তথ্য ছাড়া, বাকী সব তথ্য সম্পর্কে জানা প্রতিটি নাগরিকের অধিকার। কোনো সরকারি কর্মকর্তা যদি তথ্য অধিকার আইনে চাহিত তথ্য দিতে অনিহা প্রকাশ করেন, তা হলে আপনি আপীল করতে পারবেন। আপীলে ঊর্ধতন কর্মকর্তার কাছে আপনার চাহিত তথ্য যদি যুক্তিযুক্ত হয়, তাহলে ঐ কর্মকর্তার বিরুদ্ধে জরিমানাসহ শাস্তির ব্যবস্থা রয়েছে।
তিনি রোববার সকাল ১০টায় সিলেট সদর উপজেলার হলরুমে সিলেট সদর উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ উপজেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াত এর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদের পরিচালনায় মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) হেলাল আহমদ, উপ-পরিচালক প্রশিক্ষণ মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মুক্তা সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ, সহ: উপ: শিক্ষা অফিসার সায়মা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুসরাত এ ইলাহী, প্রোগ্রাম অফিসার শামছুন্নাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ছমির উদ্দিন, সহ: উপজেলা সমবায় কর্মকর্তা ফয়সাল আহমদ, সহকারী প্রোগ্রামার (বেনবেইস) মো. শাহরিয়া পারভেজ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, সাংবাদিক মো. মতিউর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ, উপ সহকারী প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহমেদ, তথ্য সেবা সহকারী প্রিয়াংকা সরকার, এরিয়া কো অর্ডিনেটর টিআইবি মো. সাজিদুর রহমান, প্রকল্প সমন্বয়কারী আইডিয়া তামান্না আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা আইসিটি অফিসার শ্যামল চন্দ্র দাস, সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রমূখ। বিজ্ঞপ্তি