কানাইঘাটে বিনামূল্যে খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৪, ৯:৩৭:৪৩ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে শফিকুল হক শায়খে আকুনী স্মৃতি পরিষদের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্যস্থল সীমাবাজারে এ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি খৎনা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাফিজ নোমান বিন ফরিদ। শফিকুল হক শায়খে আকুনী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ ওহিদুজ্জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী ইবাদুর রহমান ক্বাসিমী, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, পরিষদের উপদেষ্টা হাফিজ মুতিউর রহমান ও মাওলানা হেলাল আহমদ।
খৎনা ক্যাম্পে এলাকার দেড় শতাধিক গরীব অসহায় শিশুকে খৎনা প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি