জেসমিন সাদ স্কুলে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৬:৫৬:২১ অপরাহ্ন
ওসমানীগর প্রতিনিধি: বালাগঞ্জের নলজুড়ে জেসমিন সাদ স্কুল এন্ড কলেজের বার্ষিক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে দুদু মিয়া মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের প্রতিষ্ঠাতা কবি মো. সাদ মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারবাজার ফয়জুল উলুম ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক আব্দুর রউফ, প্রফেসর এ এফ মাহবুব আহমদ, সমাজসেবক বশির উদ্দিন আহমদ আজাদ, ডা. আব্দুস শহিদ, যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা রেদওয়ান আহমদ, ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, দেওয়ানবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি সদস্য জাহেদ আহমদ, কলেজের অধ্যক্ষ প্রতাপ দাস তালুকদার, প্রাইম একাডেমির সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, কবি বুরহান উদ্দিন, শিক্ষক মুর্শারফ হোসেন, মির্জা আমিনুল ইসলাম, আব্দুল মুকিত শরিফ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফ আহমদ। কলেজ প্রতিষ্ঠাতার পিতা দুদু মিয়াসহ এলাকার মুরদেগানের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন নলজুড় বড় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এখলাছুর রহমান।