আম্বরখানা গার্লস স্কুলে ছাত্র আন্দোলনে শহীদ স্মরণে সভা
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৪, ৭:১১:৩১ অপরাহ্ন
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ জমির উদ্দিন-এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক জহুরা বেগম, শিক্ষক প্রতিনিধি সিনিয়র প্রভাষক তামান্না রহমান, সিনিয়র প্রভাষক মহররম আলী, প্রভাষক মো. রেজাউল হক, সিনিয়র শিক্ষক আবুল কালাম, সহকারি শিক্ষক করিম শেখ এবং বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিভিন্ন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের জন্য কাজ করতে সকলের প্রতি আহবান জানান।
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের প্রতি তিনি সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক শর্মিলা দাস। বিজ্ঞপ্তি