শাবিতে চীনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আজ
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫০:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চীনে উচ্চশিক্ষা বিষয়ক ‘স্টাডি ইন চায়না’ শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চায়নিজ কর্ণার আয়োজিত এই সেমিনারটি মিনি অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের চায়নিজ কর্নার কতৃপক্ষ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এছাড়া গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের কালচারাল অ্যান্ড এডুকেশন কাউন্সেলর মি. লি শাওপেং।
এছাড়া, সেমিনারে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই এবং বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তাঁরা স্কলারশিপ প্রাপ্তির প্রক্রিয়া, ভর্তি গাইডলাইন, এবং চীনে উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, এই সেমিনারটি বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত। আগ্রহী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটি উন্মুক্ত রয়েছে। এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৫ এবং চীনে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য প্রদান।