মৌলভীবাজারে বিচার কার্যক্রমের ভিডিও ধারণ, জরিমানা দিয়ে মুক্তি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৭:৪২:১৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার আদালতে বিচার কার্যক্রমের ভিডিও ধারণকারী এক ব্যক্তিকে তাৎক্ষণিক আটক করেছেন আদালত। পরে জরিমানা দিয়ে মুক্তি তাকে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ২টায়।
আদালত সূত্র জানায়, মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামের একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগ্নে মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও ধারণ করেন। বিষয়টি বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আসলে আদালত নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যকে ভিডিও ধারণকারী ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও ধারণ করার সত্যতা পাওয়া যায়। পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি তার নাম মামুন আহমেদ নামে পরিচয় দেন। তিনি রাজনগর উপজেলার উত্তরখলগাঁও এলাকার দিলু মিয়ার পুত্র।
আদালত সূত্র জানায়, বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ধারণ করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় আদালত তাকে তার অপরাধ ১৮৬০ এর ২২৮ ধারায় গণ্য করে ১৮৯৮ এর ৪৮০ ধারানুযায়ী ২শ টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।