জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মুজাহিদ কমিটির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৬:২৪:০৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই আগামীকাল শনিবার জকিগঞ্জ আসছেন। ওইদিন বিকাল ৩ টায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ শহরে এই প্রথমবারের মতো কোন মাহফিলে মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই বয়ান পেশ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ নুরুল আমীন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান শামীম ও আব্দুল খালিক প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম মামুন, সদস্য ওমর ফারুক, আবু বকর মোঃ ফয়ছল প্রমূখ।