জকিগঞ্জে শাহবাগ জামিয়া’র মুহতামীমের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৬:৪৭:২০ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম-এর মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে জকিগঞ্জ উপজেলার ঘাটের বাজারস্থ শাহবাগ জামিয়া মাদানিয়া প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে জামিয়া’র মুহতামীম মাওলানা ক্বারী আব্দুল হাফিজ আগামী ২৩ ডিসেম্বর সোমবার মাদ্রাসার ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিল সফলের জন্য দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ সকল মুসলমানদের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, এবারের মাহফিলে মদীনা মুনাওয়ারার হাদীসের শিক্ষক ড. মুহাম্মদ ইয়াকুব আদ দেহলভী আল-মাদানী ও মারকাযুল উলুম ব্লাকবর্ন ইউকের প্রিন্সিপাল শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিলাল বাওয়া সহ দেশ বিদেশের প্রখ্যাত আলেম ওলামা উপস্থিত থেকে বয়ান পেশ করবেন। উক্ত ওয়াজ মাহফিলে তিনি সর্বস্তরের মুসলমানদের উপস্থিতি কামনা করেন।