ইংলিশ স্কলারস হান্ট একটি আশা জাগানিয়া উদ্যোগ : ড. সাজেদুল করিম
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:২১:০৩ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, আমাদের তরুণ প্রজন্মের উদ্যোগ ও উদ্দীপনা আমাকে আনন্দিত করে। সমাজ বিনির্মাণে তাদের চিন্তা ও তৎপরতা অবাক করে। ইংলিশ স্কলারস হান্ট এমনই একটি আশা জাগানিয়া উদ্যোগ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ইংলিশ স্কলারস হান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মো. সাজেদুল করিম বলেন, ইংলিশ স্কলারস হান্ট নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ। শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এমন আয়োজন সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমি চাই এই আয়োজনের মাধ্যমে একজন আয়োজক অন্তত দুই জন শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূরীকরণে সহযোগিতা করুক। এভাবে প্রতি একজন শিক্ষার্থী অন্য দুইজন শিক্ষার্থীর ইংরেজি ভীতি দূরীকরণ করতে পারে তাহলে আজকের আয়োজন স্বার্থক হবে, একই সাথে আমি এই ইংরেজি শিক্ষা বিস্তার কার্যক্রমের সফলতা কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন, আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি সমাজ ও মানুষ নিয়ে যে চিন্তা করে তা তারা বারবার প্রমাণ করেছে। তারা শুধু ভাঙে না, গড়ার লড়াইও করে যায়। সিলেট বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ভাষাকে সহজ করে শেখার কলা-কৌশল নিয়ে তারা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে তা নিঃসন্দেহে অনন্য এক উদ্যোগ।
ইংলিশ স্কলার হান্টের প্রধান উপদেষ্টা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ব্যবসায় প্রসাশন শাখার ডিন অধ্যাপক ড. শাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমদ, লিডিং ইউনিভার্সিটির ফেকালটি অব আর্টস অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজের ডিন ড. মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাঈফ আহমদ, সিলেট আর্মি ইনস্টিটিউট অব বিজনেস এডমেনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ কাওসার মিয়া এবং আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক নুসরাত রিকজা।
ইংলিশ স্কলার হান্টের যুগ্ম-আহবায়ক উম্মে লাবীবা ও পিআর ও কমিউনেকশন ম্যানেজার তানভীর মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইংলিশ স্কলার হান্টের আহবায়ক নাবিলা মেহজাবিন। তিনি বলেন, সিলেট বিভাগের প্রায় ১৫০ টারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইংলিশ স্কলার্স হান্ট একটি বড় অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। মূলত ইংরেজি ভাষাকে বুঝে শুনে মজার ছলে বিভিন্ন ধাপে আয়ত্ত করা যায় সেটিই সিলেট বিভাগের সকল শিক্ষার্থীকে জানানোই ইংরেজি স্কলার্স হান্টের মূল উদ্দেশ্য।
নাবিলা মেহজাবিন বলেন, এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ হাজার শিক্ষার্থী এই ইভেন্টে যুক্ত হয়েছে। যারা রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং এবং গ্রামারের উপর মোট ৫ টি প্রশিক্ষণ প্রদান করা হবে। এবং পরবর্তীতে কিছু ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে আমরা চূড়ান্ত বিজয়ী শিক্ষার্থীকে বের করে নিয়ে আসবো। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিল গ্রামার আদ্যোপান্ত।