সন্তানের শিক্ষার জন্য বিনিয়োগই শ্রেষ্ঠ বিনিয়োগ – মুকতাবিস উন নুর
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৩:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সন্তানের শিক্ষার জন্য বিনিয়োগই হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক জনাব মুকতাবিস উন নুর। শনিবার (৭ডিসেম্বর) সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের টিলারগাঁও শাখার সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব নূরুর রহমানের সঞ্চালনায় এবং অধ্যক্ষ জনাব আবুল হাশেমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সাইন্সের ডিন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা লন্ডন প্রবাসী আব্দুল করিম জলিল, শাহ খুররম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস শহীদ, পুলিশ লাইন হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, শাহ রেজাউল করিম সুয়েব।
প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জনাব আখলাকুল আসপিয়া, উপাধ্যক্ষ মাহমুদ বিন আব্দুল্লাহ, কলেজ শাখার অতিথি শিক্ষক জামাল আব্দুন নাসের। এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা জহুরুল হক, সাবেক কাউন্সিলর রিয়াজ মিয়া, মানিক মিয়া, মুহাম্মদ সুহেল প্রমুখ।