ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৪১:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সিলেট রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এর সত্যতা নিশ্চিত করে সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের ভাষ্যমতে নিহত লোকটি মানসিক ভারসাম্যহীন। তবে মরদেহটির পরিচয় শনাক্তের পুলিশে সিআইডি টিম কাজ করছে। মরদেহের ময়না তদন্ত হবে। পরিবারের সন্ধান পেলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।