গুচ্ছ থেকে বের হলো শাবিপ্রবি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৭:১১:০১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো সরওয়ার উদ্দিন চৌধুরী।
গুচ্ছপদ্ধতি থেকে বের হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে ভর্তি কমিটি এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেকদূর এগিয়ে নিয়ে গেছে।
উল্লেখ্য, শাবিপ্রবির মান পূর্বের জায়গায় ফিরিয়ে নিতে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর মানসম্মত শিক্ষার্থীর সংকট, ফাঁকা আসন নিয়ে ক্লাস শুরু, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া, মেধাবীদের ভর্তিতে অনাগ্রহ, স্বকীয়তা হারানো, গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, অর্থনৈতিক ক্ষতি এবং পরিচিতি ও ব্র্যান্ড ভ্যালু ক্ষতিসহ নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এমনকি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে শাবিপ্রবির অবস্থান দিনদিন তলানিতে যাচ্ছে বলেও মনে করেন অনেকে।