প্রোগ্রামিংয়ে দেশসেরা শাবিপ্রবি
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৭:১৩:০৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি:
ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইসিপিসি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ দেশের সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’।
শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘সাস্ট ফ্যানাটিকস’ ৭টি সমস্যার সমাধান করে এ গৌরব অর্জন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০টিরও বেশি দল অংশগ্রহণ করেছিল।
চ্যাম্পিয়ন সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন- মোজাদ্দেদে আলফেহ সানী, মুহাম্মদ নাজমুল হাসান নাঈম, আবু কাওসার মো. গোলাম সারওয়ার। দলের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসেন। আসন্ন আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিক্স।
উল্লেখ্য, ইন্টার-কলেজিয়েট প্রোগ্রামিং কম্পিটিশন (আইসিপিসি) হল প্রোগ্রামিং জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সেরা দল আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করে।