অবশেষে বদলী প্রকৌশলী রফিক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৮:১৩:৫৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম অবশেষে বদলী হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের নির্বাহী প্রকৌশলী।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম যোগদান করেন ২০২১ সালের ৭ মার্চ। যোগদানের কিছুদিন পর থেকে তার উপর কাজে অদক্ষতাসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও সেই সময়ে তার খুটির জোর বেশী থাকায় বারবার বদলীর আদেশ স্থগিত হয়েছে। ঠিকাদাররা জিম্মি ছিলেন তার কাছে। টাকা না দিলে কোন বিল পেতেন না ঠিকাদাররা। ৪ বছরে গোয়াইনঘাটের রাস্তাঘাট মরণফাঁদে পরিণত হওয়ার মূলে তার অদক্ষতা উপজেলাবাসী ভোগ করছেন। এমনকি অফিসের অন্যান্য প্রকৌশলীদের সাইট পরিদর্শন করতেও দেয়া হতোনা। তার অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে গত ১০ নভেম্বর কয়েকজন ঠিকাদার তাকে অফিসে অবরুদ্ধ করে নানা বাকবিতন্ডায় লিপ্ত হন। এলাকার সাধারন লোকজনও ঐ সময় তার নানা অনিয়মের কথা বলেন। অবশেষে ৮ ডিসেম্বর সামাজিক মিডিয়ায় রফিকুল ইসলামের বদলীর পত্রসহ বিষয়টি ছড়িয়ে পড়ে। তার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের নির্বাহী প্রকৌশলী।