জকিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৩৯:৪৫ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সহায়তায় ও জকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকরাম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক।
বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সংগঠক রেদওয়ান আহমদ রাফি, ছাত্র প্রতিনিধি ওয়াসিম আকরাম।