জগন্নাথপুরে ৩ জয়ীতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩২:৩৮ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: ‘নারী পুরুষের সমতা, নারীর জন্য বিনিয়োগ-সহিংসতা প্রতিরোধ’ এই শ্লোগানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে ও নিজাম উদ্দিন জালালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু প্রমুখ।
অনুষ্ঠানে ৩ টি ক্যাটাগরিতে ৩ জয়ীতাকে পুরস্কৃত করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী ক্যাটাগরিতে লাভলী রানী দাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে উঠে দাঁড়িয়েছেন যে নারী ক্যাটাগরিতে রুজনা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন নারী ক্যাটাগরিতে ইয়ারুন নেছাকে সংবর্ধনা দেওয়া হয়।