গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩০:৪৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটের ইউএনও তৌহিদুল ইসলাম বলেছেন, নৈতিকতা হারালেই দুর্নীতির বিস্তার ঘটে। এর বিভিন্ন প্রকার রয়েছে, যা সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অন্তরায়। স্বস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে হবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলা দুপ্রক আয়েজিত প্রশাসনের সহযোগিতায় ও দুদক সমন্বিত সিলেট জেলা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস এর বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দিবসটি উপলক্ষে সকালে প্রশাসন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় শহীদমিনার প্রাঙ্গণে মানববন্ধন শেষে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দুপ্রক সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যের আলোকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ রায়হান পরভেজ রণী, উপজেলা বিএনপি সভাপতি মাহবুব আলম, প্রেসক্লাব সভাপতি মঞ্জুর আহমদ, সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন। স্কাউটদল ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফাইজা জান্মাত ও রিমন আহমদ।