নারী ও শিশুর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩:৩৯ অপরাহ্ন
‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখের রাস্তায় বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও সিলেট জেলায় ২০২৪ সালে জেলা পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জয়িতা হচ্ছে সকল বাধা বিপত্তি অতিক্রম করে স্ব স্ব ক্ষেত্রে সফল নারীর প্রতীকী নাম। জয়িতারা বাংলাদেশের বাতিঘর। তাদের দেখে দেশের অন্যান্য নারীরা অনুপ্রাণিত হবে। এভাবে এগিয়ে যাবে দেশ ও সমাজ। এ কাজে নারীদের পাশাপাশি পুরুষদেরও সম্পৃক্ত করতে হবে। তিনি নারী ও শিশুর প্রতি সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহবান জানিয়ে বলেন, তাদেরকে উপযুক্ত মর্যাদা দিলে দেশ ও জাতি এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ যেন বৈষম্যহীন ও সকল প্রকার শোষণমুক্ত হয় এ উদ্দেশ্যে সকলকে কাজ করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস্ ফ্যাসিলিটেটর প্রিয়াংকা দাশ রায় এর সঞ্চালনায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, কলামিষ্ট আফতাব চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা।
অনুষ্ঠানের এক পর্যায়ে ৫ ক্যাটাগরীতে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ফুল, উত্তরীয়, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। সিলেট জেলায় পাঁচ ক্যাটাগরীতে নির্বাচিত জয়িতারা হলেন : অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আম্বিয়া খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী- হালিমা বেগম, সফল জননী নারী নূর জাহান বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী-ডেজি আক্তার পপি, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- শেখ রওশন আরা নীপা। বিভাগীয় কমিশনার জয়িতাদের সম্মাননা সনদ, ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন। বিজ্ঞপ্তি