শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনটিকে আন্তর্জাতিক ‘মেধা দিবস’ ঘোষণার দাবি
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৭:১৭:০৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঋণ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনটিকে (১৬ জুলাই) আন্তর্জাতিক ‘মেধা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে জুলাই স্মরণে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় জুলাই অভ্যুত্থানের স্মরণে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এছাক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আবদুল হাই শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, শাবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রাজিক মিয়া ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মুজাহিদ।
আলোচনা সভায় অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা, সাম্য আর সামাজিক ন্যায্যতা-এই তিন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়ার কথা উঠেছিল। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পরও আমরা বৈষম্যের শিকার হয়েছি। তাই জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের অবহেলিত, অসহায়, শ্রমিক-জনতা নেমে এসেছিল স্বৈরাচারকে হঠানোর জন্য। এবার তাঁরা শোষকদের হাত থেকে মুক্তি চায়। সর্বোপরি জীবনমানের নিরাপত্তার জন্য অর্থনৈতিক মুক্তি বেশি জরুরি। তাই অন্তর্বর্তী সরকারের মানুষের অর্থনৈতিক মুক্তির দিকে নজর দেওয়া উচিত।
শিক্ষাক্ষেত্রে কোনো নীতি নেই উল্লেখ করে আবদুল হাই শিকদার বলেন, স্বাধীনতা পর শিক্ষার ক্ষেত্রে কোনো নীতি গ্রহণ করা হয়নি। ছাত্রনেতাদের বলব, তোমরা শিক্ষাক্ষেত্রে একটি রূপরেখা নিয়ে কথা বলো। সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি। ঘরে ঘরে ভারতীয় সংস্কৃতির চর্চা ঢুকে গেছে। এটি দেশের মধ্যে ভারতীয় কর্তৃত্ব তৈরি করেছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে দেশের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের গাফিলতি আছে। জুলাই আন্দোলনের এক শ’ দিন পেরিয়ে গেলেও তা নিয়ে মন্ত্রণালয়টি আমাদের এক শ গান, কবিতা বা নাটক উপহার দিতে পারেনি।
আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির সদস্য আতিক মুজাহিদ বলেন, সংবিধানে চারটি মুজিববাদী মূলনীতি ঢোকানো হয়েছে। এর মাধ্যমে আওয়ামী লীগকে একটি ধর্ম বানানো হয়েছে। এই আওয়ামী ধর্মের বিলোপ করতে হবে। এই জন্য তরুণদের দায় ও দরদ নিয়ে কাজ করতে হবে। এই আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় কোনো ‘এ টিম’ কিংবা ‘বি টিম’ বা অন্য কোনো রূপে ফিরে না আসতে পারেÍসেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জনতার দাবিকে প্রাধান্য দিয়ে দেশ সংস্কার করতে হবে। বিজ্ঞপ্তি