দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:০১:৪৯ অপরাহ্ন
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, তরুণরা সমাজের যে কোন পরিবর্তন আনতে সক্ষম। বিশেষ করে গত জুলাইয়ে দেশের মানুষ তা প্রত্যক্ষ করেছে। এ প্রসঙ্গে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শক্তিকে আমরা দুর্নীতি প্রতিরোধে কাজে লাগাতে চাই।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সোমবার সিলেটে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে নগরীর মির্জাজাঙ্গালস্থ এসএসকেএস হল রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল-‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা।’
কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ডেইলী ফিনান্সিয়াল এক্সপ্রেসের সিলেট বিভাগীয় প্রতিনিধি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন দুদকের সাবেক পরিচালক নাসিম উসমান ও সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো: নাজমুস সাদাৎ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে এসএসকেএস অফিসের সম্মুখে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি