ওসমানীনগরে দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:০৩:৩৬ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন শেষে পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ছুরাব আলীর সভাপতিত্বে ও সদস্য আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন। বক্তব্য রাখেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ পার্থ সারথি চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, সহকারি শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানি, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, কাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জি.এম নাইমুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, প্রণয় কুমার পাল, সাধারণ সম্পাদক শহিদ হাসান, সদস্য তুতিউর রহমান, শহিদ উল্লাহ, উছমানপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান লাকি ও উপজেলা বিএনপি নেতা ইমাদ উদ্দিন লিলু প্রমুখ।