ওসমানীনগরে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর পুড়ানোর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:৫২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রতিপক্ষের ঘর পুড়ানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের চরইসবপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন ঘর পুড়িয়ে ১ লক্ষ টাকার ক্ষতি করেছেন বলে মঙ্গলবার দুপুরে মৃত সরাফত উল্লার ছেলে মতিউর রহমান বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে মতিউর রহমানের বাড়িতে খড়ের ঘর আগুনে জ¦লছে দেখেন ব্যবসায়ী শাকির আহমদ। তখন তিনি আগুন লেগেছে বলে চিৎকার দিলে আশপাশের লোকজন ও বাড়ির মালিক এগিয়ে এসে আগুনে পানি দিতে থাকেন। এরপর তিনি ইউপি সদস্য ও তাজপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে খড়সহ ঘর এবং ঘরের পাশের কিছু গাছ আগুনে পুড়ে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শাকির আহমদ বলেন, আমি এবং চেয়ারম্যান কবির আহমদ রাত ১টার দিকে দলীয় মিটিং শেষে গ্রামের ভিতরে আসি। কিছু শব্দ শুনে এগিয়ে ঘর পুড়ছে দেখে আগুন লেগেছে বলে চিৎকার দিই। চিৎকার শুনে লোকজন আসলে তাদের নিয়ে আগুন নেভাতে চেষ্টা করি এবং স্থানীয় মেম্বার ও ফায়ার সার্ভিসে খবর দেই। বাড়ির মালিক মতিউর রহমান বলেন, রাতে শাকির আগুন লেগেছে বলে চিৎকার দিলে আমরা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি, শেখ আনোয়ার হোসেন বাড়ির পূব দিক থেকে দৌড়ে গিয়ে তার ঘরে ঢুকছে। সে আমার এ জায়গাটি দখলে নিতে ঘরে আগুন লাগিয়ে স্থান খালি করেছে।
অভিযুক্ত আওয়ামীলীগ নেতা শেখ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি মিথ্যা বানোয়াট। তারা পঞ্চায়েতের মানুষের কাছে স্বীকার করেছে, শাকির তাদেরকে ঘুম থেকে জাগানোর পর আগুন দেখতে পায়। তারাতো ঘুমে ছিল, আমাকে দেখলো কিভাবে। স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া বলেন, আমি খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যাই। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না।
তাজপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ফরহাদ মিয়া বলেন, আমরা রাত ১টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকান্ডে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। আমি বিষয়টির খবর নেব।