জৈন্তায় ভারতীয় নারীসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৪৬:৫২ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকা হতে এক ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ৪৮ ব্যাটালিয়ন শ্রীপুর বিওপি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় এদের আটক করতে সক্ষম হন।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালায় বিজিবি ও পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী। এ সময় স্থানীয়দের সহায়তায় সীমান্ত পিলার ১২৭৯/৩-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামপুঞ্জি নামক স্থান দিয়ে মানব পাচারকারীর সহায়তায় একজন বাংলাদেশী এবং একজন ভারতীয় নাগরিক (মহিলা) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মুকুল বিশ্বাসের সাথে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা সীমান্ত এলাকায় জড়ো হন। মুকুল বিশ্বাসের নিকট হতে একটি মোবাইল ফোন পাওয়া যায়, যাতে ভারতীয় অসংখ্য নাম্বারে কললিষ্টের সন্ধান পায় বিজিবি-পুলিশ। এ সময় আটককৃতরা জানায় সীমান্ত অতিক্রমের জন্য তারা স্থানীয় একটি রিসোর্টে অবস্থান করছিলো।
আটক হওয়া বাক্তিরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহর সাধুখালি গ্রামের নেপাল বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৩৩) ও ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হরিতলা কাইখালি গ্রামের মোকান্দা মন্ডলের স্ত্রী শান্তিলতা মন্ডল (৬০)।
এদিকে, ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাফিজুর রহমান পিএসসি বলেন, প্রাথমিকভাবে ভারতীয় নাগরিক বলেছে ভারতে যাওয়ার উদ্দেশ্যে জৈন্তাপুর সীমান্ত এলাকায় আসেন। তিনি আরো জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।