গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সভা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৫২:০২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: নারীরা মায়ের জাতি। তাদের সবাই সম্মান করতে হবে। ইসলাম ধর্ম নারীদের অধিকার নিশ্চিত করেছে। নারীদের অধিকার বঞ্চিত আর অবহেলা করে সুখের পরিবারে অশান্তি সৃষ্টি থেকে আমাদের বিরত থাকতে হবে। ‘স্বামী-স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযানের শেষ দিনে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এই আহবান জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অফিস প্রাঙ্গণে ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার দিপঙ্কর জেত্রার সভাপতিত্বে নিগার তাসপিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার চিত্ত রজ্ঞন বালা, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক, সিনিয়র সহ সভাপতি মিনহাজ উদ্দিন, কামরুজ্জামান মুকুল, শিক্ষক নূরুল হুদা ও আব্দুস ছালাম। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য আলী হোসেন।