মানবাধিকার দিবসে শাবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৮:০০:৩৭ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছে শাবিপ্রবি ছাত্রদল। মঙ্গলবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্রদল কর্মী নাইম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মনির হোসেন, ছাত্রদল কর্মী রাহাত জামান ও মারুফ বিল্লাহ। মানববন্ধনে শাবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।