বাড়ছে শীত
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৮:৩৯:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: গত দু দিন থেকে সিলেটে বেশ ভালো শীত অনুভূত হচ্ছে। সিলেটের মতো সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে সব অঞ্চলেই বেড়েছে শীতের তীব্রতা। মঙ্গলবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।তবে বুধবার থেকে তাপমাত্রা আরও কমে সারাদেশে শীতের প্রকোপ বাড়তে পারে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বুধবার থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিনটি অঞ্চলের কিছুটা বৃষ্টিপাত হয়েছে। যা তাপমাত্রা কমাতে সহায়তা করে।
এদিকে মঙ্গলবার পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া মঙ্গলবার থেকে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।