দক্ষিণ সুরমায় আ’লীগ নেতা আটক
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৯:০৩:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত (১০ ডিসেম্বর) রাত ৩ টার দিকে মোগলাবাজার থানা পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আটককৃতের নাম রুস্তম আলী (৬০)। তিনি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত আশখ আলীর ছেলে ও সিলাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ ফয়সল আহমদ। তিনি বলেন- মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।