চান্দাইর পাড়া শিক্ষাপল্লী মাঠে নাশিদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৬:৪৬:৩৭ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: বোয়ালজুর ইউনিয়নের চান্দাইরপাড়া শিক্ষা পল্লী সংলগ্ন মাঠে বালাগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা ক্বেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ নাশিদ ও ক্বেরাত মাহফিল উপভোগ করেন হাজার হাজার দর্শক।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কবি মুহিব খান, মুজাহিদুল ইসলাম বুলবুল, শালীন আহমদ, আহমদ আব্দুল্লাহ ও শিশু শিল্পী তামজীদ খাঁন। কোরআন থেকে তেলাওয়াত করেন শায়খ ক্বারী ইউসুফ সাকিম আল-আজহারী। বিজ্ঞপ্তি