জৈন্তায় ভারতীয় কম্বল সহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৬:৫৫:৪৫ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় কম্বল ও প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় জৈন্তাপুর সদর এলাকায় অভিযান চালিয়ে উপজেলার কেন্দ্রী গ্রামের আতাউর রহমানের ছেলে ফয়সাল আহমদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সদরে তামাবিল মহাসড়কে বাঁধন হোন্ডা সার্ভিসিং এর সামনে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেট কার আটকপূর্বক তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেট কার থেকে চোরাই পথে আসা ভারতীয় ১০ টি কম্বল জব্দ করা হয়। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে গাড়িসহ চালককে আটক করা হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে একজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হওয়া আসামিকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।