টি গার্ডেন প্রকল্পের অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৫:৫৮:৩৩ অপরাহ্ন
লিডারশিপ ডেভেলপমেন্ট অব টি গার্ডেন ওমেন ওয়ার্কারস অন দেয়ার রাইটস প্রকল্পের অবহিতকরণ সভা মঙ্গলবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম বাংলাদেশের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গনাইজেশন আরডব্লিউডিও সিলেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান। সভায় সভাপতিত্ব করেন আরডব্লিউডিও এর নির্বাহী সদস্য সমিক সহিদ জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ শাহিনা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) বিশ্বজিৎ কৃষ্ণ চক্রবর্তী, আরডব্লিউডিও এর ভাইস চেয়ারম্যান এমাদ উল্লাহ শহিদুল হক, নির্বাহী সদস্য শাহজাদী খানম রেনা, অ্যাডভোকেট শিরিন আক্তার, আরডব্লিউডিও এর নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা, ইউপি সদস্য হদেশ মুদি, ইউপি সদস্য আবুল কাশেম, ব্র্যাক এর জেলা কর্ডিনেটর অনিক আহমদ অপু, সিলেট যুব একাডেমির পরিচালক সাবিহা সুলতানা হেপি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক তামান্না নাহার, আইডিয়া’র সহকারী পরিচালক মো. সামিউল হক সামি, এফআইডিবি’র মঞ্জুরুল ইসলাম, একডো’র কর্ডিনেটর মোহন রবি দাস, প্রচেষ্টা’র কোঅর্ডিনেটর মুক্তা দাস, ব্লাস্ট’র কোঅর্ডিনেটর সত্যজিত দাস, এভাব’র সমন্বয়ক বাবুল আক্তার, আরডব্লিউডিও এর কমিউনিটি ফেসিলেটর এলি দাস, সোমা বেগম, শম্পা বেগম, রেবা, শিলা, তিথি মান্না, নাসরনি বানু, হামিদ আহমদ, প্রোগ্রাম ফাইনেন্স এন্ড এডমিন মো. মহসিন রেজা, প্রজেক্ট কর্ডিনেটর জাহিদুল ইসলাম রশিদ, প্রজেক্ট অফিসার বাবুল কুমার সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি