শাবিতে কিন’র শীতবস্ত্র সংগ্রহ শুরু
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৮:২০:৩৯ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর উদ্যোগে বার্ষিক শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি শুরু করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইরাম জানান, ‘উষ্ণতার স্পর্শে উন্মেষ হোক মানবতার’ এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পুরাতন শীতবস্ত্র এবং আর্থিক সহায়তা সংগ্রহ। সিলেট নগরীর কালিবাড়ি, বাগবাড়ি, উপশহর এলাকা এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের হলে হলে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুধু শীতবস্ত্রই নয়, কিন স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন শীতবস্ত্র কেনার উদ্যোগও নেওয়া হয়েছে। সংগ্রহ কার্যক্রম শেষে ২১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ চলবে।
উল্লেখ্য, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কিন’র পাঁচটি উইংসের মধ্যে একটি। এই উইংসের মূল লক্ষ্য শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘব করা।