শিক্ষা হলো জ্ঞানের বিকাশ : মেজর জেনারেল রিদওয়ান
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৮:৩৩:৪৬ অপরাহ্ন
১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এডব্লিউসি এএফডব্লিউসি পিএসসি জি বলেছেন, শিক্ষা হলো জ্ঞানের বিকাশ, আচরণের কাঙ্খিত পরিবর্তন ও সুপ্ত প্রতিভার উন্মেষ ঘটিয়ে আলোকপ্রাণ মানুষে পরিণত হওয়া। জেসিপিএসসি ১৯৯৯ সালের ৪ জুলাই প্রতিষ্ঠিত হয়ে স্বগৌরবে সুদীর্ঘ ২৫ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে পারায় সিলেট বিভাগ এমনকি সিলেটের বাহির থেকেও অনেক অভিভাবকরা তাদের সন্তানদেরকে এখানে পাঠিয়ে থাকেন। বর্তমানে শিক্ষার্থীরা সিলেট বিভাগ তথা আঞ্চলিকতার গন্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, কুইজ ও বিজ্ঞান মেলাসহ প্রতিটি ক্ষেত্রে অর্জন করছে ঈর্ষণীয় সাফল্য। আর এই পথ পরিক্রমায় অভিভাবক ও সুধীজনের আস্থা ও বিশ্বাসের বিমূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে এ প্রতিষ্ঠানটি। মাত্র ২৫ বছরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটা জেসিপিএসসি’র অনন্য কীর্তি।
তিনি বৃহস্পতিবার জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি) প্রতিষ্ঠার ২৫তম বর্ষপূর্তিতে ‘রজত জয়ন্তী-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির ২৫তম বর্ষপুর্তিতে ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপিত হয়। সন্ধ্যা ৭টায় জেসিপিএসসির অডিটোরিয়ামে তথ্যচিত্র প্রদর্শন, স্মৃতিচারণমূলক আলোচনা, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
রজত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিস এর কমান্ডার মেজর জেনারেল কবির আহাম্মাদ এসজিপি এনডিইউ, এএফডব্লিউসি পিএসসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এরিয়ার কর্নেল এডমিন ও জেসিপিএসসি’র পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল মোহাম্মদ জিয়াউল হক পিএসসি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির আহমদ, জেসিপিএসসির সাবেক অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ আলী আহমদ, এইসি (অবঃ), লে. কর্নেল মোঃ আলমগীর হোসাইন, পিএইচডি, এইসি (অবঃ), লে. কর্নেল মোঃ বদরুল আলম, পদাতিক (অবঃ), লে. কর্নেল মোহাম্মদ ইকবাল-উর-রহমান সৌরভ, পিএসসি (অবঃ) এবং উর্ধ্বতন পর্যায়ের সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ।
জেসিপিএসসির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফরিদা ইয়াসমীন এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক জুবায়ের। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী পিএসসি। প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ‘এইচএসসি-২০০২’ ব্যাচের শিক্ষার্থী ডা. এএফএম রেজাউল ইসলাম ও ‘এইচএসসি-২০০৩’ ব্যাচের শিক্ষার্থী ডা. নুসরাত আরেফিন।
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী, পিএসসি এর দিকনির্দেশনায় ও উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে ‘রজত জয়ন্তী-২০২৪’ উদযাপন অনুষ্ঠানের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ লাহিন উদ্দিন। বিজ্ঞপ্তি