বিশ্বনাথে মুরব্বী আব্দুন নূরের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৮:৩৭:৩৭ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রয়াগমহলের মুরব্বী আব্দুন নূর মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…..রাজেউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ভাই, দুই বোন, চার পুত্র দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার বাদ আসর প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মরহুমের মেজ পুত্র মাওলানা তারেক আহমেদ।
জানাযা পূর্বে মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলান মনির উদ্দিন, প্রয়াগমহল পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কয়েস আহমদ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাগিনা সাংবাদিক মো. মুহিবুর রহমান, মরহুমের বড়পুত্র সুফিনগর মুজাম্মাল আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো.আফজল হোসেন। জানাযা শেষে দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। জানাযা শেষে প্রয়াগমহল পুরাতন জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এদিকে, শুক্রবার বাদ জুমআ’ মরহুমের কুলকানি উপলক্ষে কোরআনে খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি