র্যাবের হাতে ইয়াবাসহ ভাই-বোন আটক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:২০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বিপুল ইয়াবাসহ ভাই-বোনকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়িয়া সদর থানার শিমরাইল কান্দি এলাকা থেকে ৫৮০০ পিস ইয়াবাসহ তাদের আটক করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. আলাউদ্দিন (২৬) ও মেয়ে মোছা. রোজিনা বেগম (৩৯)। তারা উভয়ে সম্পর্কে আপন ভাই ও বোন। শুক্রবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও এএসপি মো. মশিহুর রহমান সোহেল। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।