দক্ষিণ সুরমা কলেজে বুদ্ধিজীবী দিবসের আলোচনা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৬:৫৩:৩২ অপরাহ্ন
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে দক্ষিণ সুরমা সরকারি কলেজে আলোচনা সভা মোস্তাক হোসেন শিক্ষাবিদ সম্মিলন কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো. আতাউর রহমানের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. জয়নুল ইসলাম।
বক্তব্য রাখেন সহকারী অধ্যপক রাহেনা হক, মতিলাল দাশ, মো. মুহিবুর রহমান, পলাশ রঞ্জন দাস, কাজরী রানী ধর, মো. মুহিবুর রহমান মিনু প্রমুখ। সভায় কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি