শাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৯:০৬:২৮ অপরাহ্ন
শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাজ ধারণ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান, শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল ৯টা ৪০ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শাবিপ্রবি প্রেসক্লাব, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
তিনি বলেন, “১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে পাকিস্তানি বাহিনী এ জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। একই ধরনের ষড়যন্ত্র ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময়ও হয়েছিল। তবে শিক্ষার্থীদের সাহসী ও সঠিক পদক্ষেপ সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়।” তিনি জাতীয় উন্নয়নে বর্তমান প্রজন্মের বুদ্ধিজীবীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো: ফয়সল আহম্মদ। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. সাহাবুল হক। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদিরসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।