শহীদ বুদ্ধিজীবী দিবসে বালাগঞ্জে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ৯:০৭:৩৭ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ই ডিসেম্বর সকাল ১২.৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি)সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লিবিদ্যুতের এ,জি,এম, আলাউল হক সরকার, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী,উপজেলা একডেমিক ইন্সপেক্টর আফরোজা আতিক, উপজেলা আনসার ভি,ডি,পি প্রশিক্ষক মো.সম্রাট, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি মো.আমির আলী বালাগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মো: কামরুল ইসলাম, ছাত্রনেতা আবেদ আলী, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দেবনাথ প্রমুখ।