লিবিয়ায় নিখোঁজ বিয়ানীবাজারের যুবক, উৎকন্ঠায় পরিবার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৫:৪৫:৫৩ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি: ইউরোপের স্বপ্নে দালালের মাধ্যমে ৫ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় পাড়ি জমান বিয়ানীবাজারের রেহাদ আহমদ চৌধুরী (৩২)। আশা ছিলো ঝুঁকিপূর্ণ সাগরপথে পাড়ি জমাবেন ইউরোপের দেশ ইতালী। কিন্তু গত ৯ দিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন সে। এনিয়ে গভীর উদ্বেগ এবং উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবী সর্বশেষ গত ৭ ডিসেম্বর পরিবারের সাথে ফোনে কথা হয়েছিল তার।
নিখোঁজ রেহাদ আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচান গ্রামের মরহুম সানু মিয়া ও সালেহা বেগম চৌধুরীর তৃতীয় ছেলে। নিখোঁজ রেহাদের ছোট ভাই তাহমিদ আহমদ চৌধুরী এখনো নিশ্চিত হতে পারেননি তার ভাই কোথায়। তবে ভাইয়ের এক সহকর্মী বাংলাদেশী জসিম জানিয়েছেন সেখানে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে ৪ লক্ষ টাকা খরচ করে লিবিয়ায় পাড়ি জমান রেহাদ আহমদ চৌধুরী। সর্বশেষ ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যেতে যাচ্ছিলেন ইতালিতে কিন্তু তাও ব্যর্থ হোন। এরপর লিবিয়ায় জাবিল ওয়েল সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। লিবিয়ায় থাকা দূতাবাস বা কেউ তার খবর জানলে পরিবারের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তারা।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না জানান, আমি আপনার মাধ্যমে খবরটি পেলাম। পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। তারা সরকারের সহযোগিতা চাইলে শতভাগ সহযোগিতা করা হবে।