শ্রমিক কল্যাণের বিজয় দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৬:০৭:৪১ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, ৭১ সালের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বিজয়ের ৫৪ বছর পরও শ্রমজীবি মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তিলগ্নে শ্রমিকরাও অগ্রণী ভুমিকা পালন করেছে। ২৪ এর জুলাই বিপ্লবেও নিরীহ শ্রমিকরা জীবন দিয়েছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল, বিমানবন্দর থানা সভাপতি নাজমুল ইসলাম, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, শাহপরান থানা পূর্ব সাধারণ সম্পাদক আকবর আলী, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি আব্দুস সাত্তার মুন্না, সাধারণ সম্পাদক হাসান আহমদ, কোতোয়ালি থানা পশ্চিম সহ-সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিদুৎ শ্রমিক সংগঠনের সভাপতি সালেহ আহমদ, সহ সভাপতি রায়হান আহমদ, জেলা মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিলেট সদর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, শাহপরান থানা ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শাহপরান থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সিলেট সদর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলম কুদ্দুস, মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরান হোসেন, দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি বেলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী মনসুর ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি