সকল ষড়যন্ত্র বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৭:৪৯:৩৫ অপরাহ্ন
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী বলেছেন, আমাদের ভাষা-সংস্কৃতি এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে। আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। এ দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবেলা করতে হবে। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সুন্দরতম আদর্শ ছড়িয়ে দিতে হবে। এ দেশের জন্য আলোকিত মানুষ তৈরি করতে পারলে সত্যিকার বিজয়ের চেতনাকে অক্ষুণœ রাখা সম্ভব।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট-এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও অষ্টাদশ কেমুসাস বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদের সভাপতি (ভারপ্রাপ্ত) আহমেদ নূরের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় সংসদের শহীদ সোলেমান হলে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংসদের সাহিত্য গবেষণা সম্পাদক (ভারপ্রাপ্ত) ও বইমেলা উপকমিটির সদস্য সচিব কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক, কেমুসাস নির্বাচন কমিশন ২০২৫-২০২৬-এর আহবায়ক মুকতাবিস-উন-নূর। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি সাংবাদিক আফতাব চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ কবি কালাম আজাদ, সহসভাপতি প্রফেসর নন্দলাল শর্মা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গল্পকার সেলিম আউয়াল। শুরুতে স্বাগত বক্তব্য দেন আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপকমিটির আহবায়ক আহমদ মাহবুব ফেরদৌস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সংসদের কার্যকরী পরিষদ সদস্য কবি কামাল তৈয়ব অ্যাডভোকেট, বইমেলা উপকমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের প্রাক্তন পরিচালক এমদাদুল হক। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গীতিকবি মুহাম্মদ ওমর ফারুক এবং দেশাত্মবোধক গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহরিয়ার হোসেন রাজী। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ অষ্টাদশ কেমুসাস বইমেলায় গৃহীত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক জালালাবাদ সম্পাদক, কেমুসাস নির্বাচন কমিশন ২০২৫-২০২৬-এর আহবায়ক মুকতাবিস-উন-নূর বলেন, একটি জাতি তখনই পিছিয়ে পড়ে, যখন তার ইতিহাস বিকৃত হয়ে যায়। একটি সরকার দেশের ইতিহাস বিকৃত করার সাথে সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সরকারের মধ্য থেকে অনেকে এ দেশকে অস্থিতিশীল এবং জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু ছাত্রজনতা সেটা হতে দেয়নি। গণ-অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া দেশকে পুনর্গঠনে প্রবাসীরা যেভাবে কাজ করছেন, আমাদেরকেও সেভাবে ভূমিকা রাখতে হবে।
স্বাগত বক্তব্যে আল ইসলাহ সম্পাদক ও বইমেলা উপকমিটির আহবায়ক আহমদ মাহবুব ফেরদৌস বলেন, আমরা অষ্টাদশ কেমুসাস বইমেলাকে সফল করতে পেরেছি। আমি আশা করবো, আমাদের নতুন প্রজন্মের সাথে কেমুসাসের প্রাণবন্ত সৃষ্টিতে অভিভাবকরা ভূমিকা রাখবেন। তাদেরকে জ্ঞানসাধনায় একনিষ্ঠ করতে কেমুসাসের আয়োজন সহায়ক ভূমিকা পালন করবে।
সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গল্পকার সেলিম আউয়াল বলেন, মুসলিম সাহিত্য সংসদ ভাষা আন্দোলনের সূতিকাগার। মুসলিম সাহিত্য সংসদই প্রথম ভাষা আন্দোলনের জন্য সভা করেছে। এছাড়া এ সংসদ সমগ্র বাংলাদেশে প্রথম নজরুল সম্মেলনের আয়োজন করে অগ্রপথিকের ভূমিকা পালন করে। দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য এ সংসদ অবদান রাখছে।
অনুষ্ঠানের সভাপতি সিলেটের বিভাগীয় কমিশনারকে কেমুসাস অফিসের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য সিটি কর্পোরেশনের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সংসদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি