জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৮:৩৭:০৩ অপরাহ্ন
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এছাড়া ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে ক্রিকেট ম্যাচ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজন করা হয় দিবসভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ। ‘মহান বিজয় দিবস-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল তাহিয়াত জালাল চৌধুরী পিএসসি।
প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাক তাহমিদ ও নাজিফা বেগম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাসুদ আহমদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আতাউর রহমান। ‘মহান বিজয় দিবস-২০২৪’ উপলক্ষে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহদীন শাহরিয়ার শান, প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান রশীদ শুভ এবং সেনাপ্রধানের বাণী পাঠ করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেঘাদ্রী পাল।
মহান বিজয় দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের ইতিহাস ও তরুণ প্রজন্মের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সানোয়ার হোসেন ও দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মালিহা। জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার সমাপনী বক্তব্যের শুরুতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ, সম্ভ্রমহারা মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশী বন্ধু এবং মানুষের অধিকার আদায়ে বিভিন্ন সংগ্রামে নেতৃত্বদানকারীসহ ‘জুলাই গণঅভ্যুত্থানে’ আত্মদানকারীদের স্মরণ করে বলেন, বাঙালির জীবনের এক ঐতিহাসিক দিন ১৬ ডিসেম্বর। দীর্ঘ নয় মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এলো নতুন প্রভাত তথা বিজয়ের মহামুহূর্ত।
আলোচনা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অধ্যক্ষ পুরস্কার বিতরণ এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।জেসিপিএসসি’র উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক শারমীন আকতার এর দিকনির্দেশনায় মহান বিজয় দিবস অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মো. আকমল হোসেন তালুকদার। বিজ্ঞপ্তি