সুরমা বয়েজ ক্লাবের পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৪১:৫০ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর কলবাখানী এলাকায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সুরমা বয়েজ ক্লাবের সভাপতি দেলওয়ার হোসেন সজিবের সভাপতিত্বে এবং সদস্য আব্দুল আহাদ সোহাগের পরিচালনায় পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সমাজসেবী মো. শামসুদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, মাসুক আহমদ, মো. মিসবাহ উদ্দিন আহমদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ ও সদস্য শামীম আহমদ অর্ণব প্রমুখ। বিজ্ঞপ্তি