ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলে বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৪৪:০৪ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকালে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নগরীর সুবিদবাজারের ফাজিলচিস্ত এলাকায় স্কুল ক্যাম্পাসে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি, নাটক, গানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামিত সোয়াদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. তানজিমুল ইসলাম, পরিচালক অমিতাভ নাগ, মারুফ সোবহান, নুজহাত সাদিয়া হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মহান বিজয় দিবসের তাৎপর্য জানানোর লক্ষে সিলেটের ব্লেস ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন ১৬ ডিসেম্বর। বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি