বীজ সার ও কীটনাশক সরবরাহকারীদের সাথে ডিসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫:৪২ অপরাহ্ন
চলমান রবি মৌসুমে বোরোসহ সকল মাঠ ফসলের উৎপাদন নির্বিঘ্নে করতে সিলেটের বীজ, সার এবং কীটনাশক বিক্রেতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার উজ জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত উপ পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, দেবল সরকার, মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজমিন, সহকারী সমবায় অফিসার জামাল মিয়া, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, এসআরডিআইর বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএফ সিলেট এর সভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন শামুন, সাবেক পরিচালক সৈয়দ জাহিদ উদ্দিন, এম মসিউল করিম, বীজ ডিলার এসোসিয়েশন এর সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, কুশিয়ারা বীজ ডিলারের পরিচালক ফয়জুল ইসলাম, ডিলার হারুনুর রশীদ, সিলেট জেলার সকল উপজেলার বিসিআইসি/ বিএডিসি সার ডিলার, পাইকারি বীজ ও কীটনাশক ব্যবসায়ী, বিএসএ সিলেট এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপসহকারী অফিসার তপন কুমার বৈষ্ণবের সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভায় সিলেটের কৃষি ও কৃষকের উন্নয়নে সার, বীজ ও কীটনাশক সহজলভ্য উপায়ে পাওয়ার ব্যাপারে আলোচনা করা হয় এবং বীজ ও সারের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ সার ও বীজ বিক্রয়ের জন্য ডিলারদের পরামর্শ দেওয়া হয়। বিজ্ঞপ্তি