বিজিবির পৃথক অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার চোরাই পণ্য আটক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৬:২০:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পৃথক অভিযানে ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৯শ ৫০ টাকার চোরাই পণ্য আটক করা হয়েছে।বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রী পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি’র যন্ত্রাংশ এবং বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ ও সুপারি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ৫শ’ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদসহ অর্ধকোটি টাকার অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। বৃহস্পতিবার নারায়নতলা, ডলুরা ও লাউড়েরগর এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকা। বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।
বুধবার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়। যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা। এছাড়াও বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকা।
সুনামগঞ্জ ব্যটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।