কানাইঘাটে শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৭:১০:০৪ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চ এর উদ্যোগে শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ।
সমাজসেবক জাকির হোসেন এর সভাপতিত্বে ও জিয়া মঞ্চ নেতা রিপন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চ এর যুগ্ম আহবায়ক মোঃ আমির আলী, কানাইঘাট পৌর বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, কানাইঘাট উপজেলা জিয়া মঞ্চের সভাপতি শাহীন আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামস উদ্দিন, পৌর জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, বশির আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য মো. সুহেল আমিন, ইকবাল আহমদ, জাবের আহমদ, শাহার আলম মনি, সুহেল রানা, ইমরান আহমদ, মাসুক আহমদ প্রমুখ। বিজ্হপ্তি