ইলমুল ক্বিরাআত মাদরাসার আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৫, ৭:১৫:১০ অপরাহ্ন
ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের উদ্বোধনী ক্লাস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে পশ্চিম দরগাহ মহল্লায় এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের পরিচালনা কমিটির সভাপতি ইয়াহিয়া আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের সেক্রেটারি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদ আহমদ।
উদ্বোধনী ক্লাসে ক্বোরআনুল কারীম বিষয়ে পাঠদান করান ইলমুল ক্বিরাআত মাদরাসা সিলেটের মুহতামিম ও আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। ভিডিও কনফারেন্সে ইলমুল ক্বিরাআত ও এ্যারাবিক বিষয়ে পাঠদান করান মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের হাফিজ মাওলানা ক্বারী এস এম আমানাত উল্লাহ আল হেলাল। ইংরেজি বিষয়ে পাঠদান করান দক্ষিণ সুরমা নূরজাহান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক এম.এ বায়াছ। স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও পদ্ধতি বিষয়ে আলোচনা করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহসিনুজ্জামান খাঁন।
ইলমুল ক্বিরাআত মাদ্রাসা সিলেটের শিক্ষক হাফিজ মাওলানা ছহুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্বারী জহির উদ্দিন, মাওলানা ক্বারী হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা ক্বারী আখতার হুসাইন, অভিভাবক ইমদাদুর রহমান, মুহাম্মদ খলিলুর রহমান, মামুন আহমদ, ইয়ামিন আহমদ চৌধুরী, আলেক মিয়া, সাইফুর রহমান মিন্টু। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইলমুল ক্বিরাআত মাদ্রাসার শিক্ষার্থী উবায়দুর রহমান রিশাদ, তানজিল আহমদ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামেয়া মাদিনাতুল উলুম খাসদবীরের মুহাদ্দিস হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ। বিজ্ঞপ্তি